IQNA

ইসলামি দেশসমূহের পরিচিতি তুলে ধরার লক্ষ্যে বিশেষ ওয়েব সাইট চালু

15:43 - February 25, 2012
সংবাদ: 2280377
সাংস্কৃতিক বিভাগ : দুবাইয়ে বসবাসরত ফরাসী যুবক ইসলামি দেশসমূহে ভ্রমন এবং এ সকল দেশে তার দেখা বাস্তবতা www.muslimworldtour.com নামক ওয়েব সাইটে ভিজিটরদের জন্য উপস্থাপন করবেন।
Ajib ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফরাসী এ যুবক ইসলামি দেশসমূহ ভ্রমন করে এ সকল দেশের মুসলমানদের ইবাদত, রীতি-প্রথাসহ অন্যান্য বিষয়াদির ভিডিও চিত্র ধারণ করবেন এবং তার এ সকল ভ্রমনে তোলা ছবিসমূহ নিজের ওয়েব সাইটে উপস্থাপন করবেন।
তিনি তার এ সফরসমূহে মসজিদ, মুসলমানদের বাড়ী এবং ইসলামি হোটেলসমূহে অবস্থান করে প্রকৃত ইসলামের চিত্র ক্যামেরা বন্দী করে তার ব্যক্তিগত এ ওয়েব সাইটে সরাসরি সম্প্রচার করবেন।
মুসলিম এ যুবক তার ইসলামিক এ প্রামান্য চলচ্চিত্রের ভিডিও ধারণ সংযুক্ত আরব আমিরাত হতে শুরু করবে এবং আগামী ২ বছরে বিশ্বের ৫০টি দেশে ভ্রমন করবেন এবং পরিশেষে মহান আল্লাহর গৃহ (কা’বা) যেয়ারত করে তার ভ্রমন সমাপ্ত করবেন।
জুবরান হাসনাভি তার প্রতিটি ভ্রমনের ভিডিও, ছবি, সাক্ষাতকার ও মুসলিম চিন্তাবিদদের মতামতকে তার ওয়েব সাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবেন।#959232
captcha