IQNA

উজবেকিস্থানের জামে মসজিদ ওয়েবসাইটের স্বত্বাধিকারী

1:09 - March 06, 2012
সংবাদ: 2286244
রাজনৈতিক এবং সামাজিক বিভাগ: উজবেকিস্থানের রাজধানী তাসখন্দের জামে মসজিদ ওয়েবসাইটের স্বত্বাধিকারী হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই জামে মসজিদ ১ মার্চে “www.kamolon.uz” ওয়েবসাইট চালু করেছে। এর আগে এদেশের অন্য কোন মসজিদের নিজস্ব ওয়েবসাইট ছিল না।
উক্ত ওয়েবসাইটে, এই জামে মসজিদের ইতিহাস, ইসলামিক খবর, উক্ত মসজিদের খতিব, ইমাম, খাদেম এবং অন্যান্য কর্মীদের সম্পর্কে সাধারণ তথ্য বর্ণিত করা হয়েছে।
উল্লেখ্য যে, islom.uz ওয়েবসাইটের সহায়তায় “www.kamolon.uz” ওয়েবসাইটের কাজ শুরু করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে ইসলামিক বিভিন্ন আহকাম, জুম্মার নামাজের খোতবা, ইসলামিক প্রবন্ধ সহ অন্যান্য তথ্য এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
964562#
captcha