IQNA

পাক্ষিক ফজর প্রকাশিত

19:47 - March 21, 2012
সংবাদ: 2294003
সাংস্কৃতিক বিভাগ : বাংলা ভাষায় জাফরী মাযহাবের একমাত্র পাক্ষিক পত্রিকা ‘ফজরে’র নতুন সংখ্যা গত ১৫ই মার্চ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাংলাদেশ সরকার অনুমোদিত জাফরী মাযহাবের একমাত্র পাক্ষিক পত্রিকা ‘ফজরে’র নতুন সংখ্যা গত ২১শে রবিউস সানী (১৫ই মার্চ) বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ফজরে’র এবারের সংখ্যায় যে সকল গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে তার মধ্যে রয়েছে :
(১) রহস্যের অন্তরালে শিয়া-সুন্নি বিভক্তি। (সম্পাদকীয়)
(২) ইমাম হাসান আসকারী (আ.) এর জন্মবার্ষিকী।
(৩) প্রার্থনা মঞ্জুর হওয়ার শর্তাবলী।
(৪) তাওহীদ : আল্লাহর একত্ববাদে বিশ্বাস।
৫) বাইতুল মুকাদ্দাসকে দ্রুত মুক্ত করা জরুরী : সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
(৬) শিয়া হত্যার ঘটনা এবার ইউরোপে ; ওয়াহাবীদের হামলায় ব্রাসেলসের শিয়া মসজিদের পেশ ইমামের শাহাদাত।
(৭) চির শাশ্বত কোরআনের কাহিনী; হযরত ইসমাইল (আ.)।
(৮) পাশ্চাত্যে ধর্মচর্চার ইতিকথা।
(৯) ইতিহাসের পাতা থেকে হযরত আলী (আ.) এর বিচারকার্য।
(১০) ইসরাইলের পক্ষাবলম্বন পবিত্র দায়িত্ব : ওবামা।
(১১) আযারবাইজানের সরকার এর ধর্মবিষয়ক পরিষদ : জুমআর নামায শনিবারে পড়তে হবে।
(১২) ইমাম মাহদী (আ.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল কিছু বিষয়।
(১৩) শিশু-কিশোরদের প্রতি সম্মান প্রদর্শন তাদের চরিত্র গঠনে সহায়ক। (১৪) পাকিস্তানে শিয়া হত্যার নিন্দায় জাতিসংঘের মহাসচিব।
(১৫) নারী বিষয়ক পরিষদ আঞ্জুমান-এ-আল যাহরা’র প্রচেষ্টায়; শিয়া হলো শ্রীলংকার ৩১টি পরিবার।
(১৬) ভারসাম্যতা।
(১৭) রাসুল (স.)-এর নিকট সর্বাপেক্ষা প্রিয় হযরত ফাতেমা যাহরা (সা. আ.)।
captcha