IQNA

দশকের পর দশক শহীদ ও আহত গাজার ওপর দখলদার বাহিনীর অব্যাহত হামলায়

21:05 - August 22, 2025
সংবাদ: 3477927
ইকনা- গাজা উপত্যকা দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বিমান ও গোলাবর্ষণের হামলার মুখে পড়ে, যার ফলে নারী ও শিশুসহ বহু সংখ্যক বেসামরিক মানুষ শহীদ ও আহত হয়েছে।

ইকনা আলজাজিরার বরাত দিয়ে জানিয়েছে, আজ শুক্রবার ভোর ও সকালবেলা গাজা উপত্যকা দখলদার সেনাবাহিনীর তীব্র বিমান ও গোলাবর্ষণের আঘাত সহ্য করেছে, যাতে নারী ও শিশুসহ বহু সাধারণ মানুষ শহীদ ও আহত হয়েছে।

গাজার কেন্দ্রস্থল নুসাইরাত শিবিরে, আলইত্তেহাদ টাওয়ারএর একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বোমাবর্ষণের ফলে এক শিশু শহীদ হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। এ সময় সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে, একটি বাড়িতে বিমান হামলায় তিনজন আহত হয়েছে।

গাজার শহর আলজিলাআ সড়কে, দখলদার বাহিনীর যুদ্ধবিমান একটি বাস্তুচ্যুত পরিবারের তাঁবু লক্ষ্য করে হামলা চালায়, যাতে পাঁচজন শহীদ হয়, যাদের মধ্যে বাবা, মা ও তাদের তিন সন্তান ছিল।

গাজার পশ্চিমাঞ্চল আলশাতি শিবিরে, আবাসিক ঘরবাড়িতে বিমান হামলায় বহু শহীদ ও আহতের ঘটনা ঘটে। এক হামলায় তিনজন শহীদ হন, যাদের মধ্যে একজন কন্যা শিশু ছিল।

উত্তরাঞ্চল জাবালিয়ায়, দখলদার সেনারা একাধিক বাড়িঘর বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে।

গাজার দক্ষিণাঞ্চল আলসাবরা ও আলজাইতুন মহল্লায়, বিমান ও গোলাবর্ষণের আঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি ঘটে। আলইস্তিজাবা মসজিদের আশপাশে বোমাবর্ষণে এক মা ও তার সন্তান শহীদ হয়েছেন।

শুজাইয়া মহল্লায়, দখলদার সেনারা একটি রোবট বিস্ফোরণ ঘটিয়েছে।

গাজার দক্ষিণাঞ্চল রাফাহতে মার্কিন সাহায্যকেন্দ্রের কাছাকাছি দখলদার বাহিনীর তীব্র গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

বেশিরভাগ শহীদ ও আহতরা ছিলেন অসহায় পরিবার ও বাস্তুচ্যুত মানুষ, যারা তাঁবু বা সাধারণ ঘরে আশ্রয় নিয়েছিলেন। 4301152#

 

captcha