IQNA

পাকিস্তানে, ‘সিন্ধু’ প্রদেশে নতুন ইসলামিক শিক্ষালয় প্রতিষ্ঠিত

20:29 - March 28, 2012
সংবাদ: 2295561
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: পাকিস্তানে ‘নাসিরাবাদ’ প্রদেশে, ‘উত্তম কর্ম’ সংগঠনের প্রচেষ্টায় মার্চ মাসের ২৩ তারিখে “ইমাম আলী (আ.)” নামক ইসলামিক শিক্ষালয় প্রতিষ্ঠিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান, ‘নাসিরাবাদ’ প্রদেশে ‘উত্তম কর্ম’ সংগঠনের সদস্যবৃন্দ, সিন্ধু শহরের শিয়া সংগঠনের সদস্য “আল্লামা নাজির আব্বাস নাকাভী” এবং এই শহরের বাসিন্দাদের উপস্থিতে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘আল্লামা নাকাভী’ নিজের বিশেষ বক্তৃতায় বলেন, আমরা চেষ্টা করব এই বঞ্চিত রাজ্যকে দেশবাসীর মধ্যে সনাক্ত করতে এবং এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ‘উত্তম কর্ম’ সংগঠনের সহায়তায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে যাতে করে এই ইসলামী কেন্দ্র থেকে এলাকার জনগণ উপকৃত হয়।
975017#
captcha