IQNA

‘কুফা সভ্যতা’ শীর্ষক বিশেষ পত্রিকা প্রকাশিত

21:22 - March 30, 2012
সংবাদ: 2295930
সাংস্কৃতিক বিভাগ : কুফা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগের উদ্যোগে ‘কুফা সভ্যতা’ শীর্ষক বিশেষ পত্রিকা প্রকাশিত হয়েছে।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : প্রকাশিত নতুন এ সংখ্যায় কুফা শহরের ইতিহাস এবং এর প্রাচীন সভ্যতা ও পুরাতত্ত্ব বিষয়ে বিভিন্ন লেখা স্থান পেয়েছে।
এতে জ্ঞান ও সংস্কৃতি বিষয়ে কুফা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের লেখা স্থান পেয়েছে।
এছাড়া এ পত্রিকায় কুফা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগের তৎপরতার উপর বিশেষ প্রতিবেদনও স্থান পেয়েছে।
সৈয়দ জামালুদ্দীন আসাদ আবাদী, মুহাম্মাদ কাযেম খোরসানী, প্রখ্যাত ইরাকি কবি মুহাম্মাদ মাহদী জাওয়াহেরী’র জীবনের চিন্তাধারা ও রাজনৈতিক দিকের উপর আলোকপাত করে প্রবন্ধও এ সংখ্যায় প্রকাশিত হয়েছে।# 975962
captcha