IQNA

বসনিয়া ও হার্জেগোভিনার বিশিষ্ট ওলামা “হাফেজ ফাজেল ফাজালিজ” পৃথিবী থেকে চিরবিদায় নিলেন

12:07 - March 31, 2012
সংবাদ: 2296006
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: বসনিয়া ও হার্জেগোভিনার বিশিষ্ট ওলামা “হাফেজ ফাজেল ফাজালিজ” মার্চ মাসের ২৮ তারিখে এদেশের ‘Sarajevo’ শহরে পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ইসলামী বিজ্ঞান Sarajevo বিশ্ববিদ্যালয়ের কোরআন আবৃত্তি ও প্রজ্ঞাপন বিষয়ে বিশিষ্ট অধ্যাপক “হাফেজ ফাজেল ফাজালিজ” মার্চ মাসের ২৮ তারিখে এদেশের ‘Sarajevo’ শহরে পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন। এই মরহুমের লাশ জোহরের নামাজের পর ‘Gazy Khusraw Bey’ জামে মসজিদের সামনে অবস্থিত এই মসজিদের ‘Frhadyh’ কবরস্থানে দাফন করা হয়েছে।
“হাফেজ ফাজেল ফাজালিজ” ১৯৫১ সালে ৩১-শে অক্টোবরে, বসনিয়া ও হার্জেগোভিনার ‘Kalysyay’ অঞ্চলের ‘Prnyavvr গ্রামে, জন্ম গ্রহণ করেন। শৈশবে ‘ওস্তাদ গাজী ওসমান আফলান্ড বেগুয়িজের’ নিকট ইসলামী জ্ঞান অর্জন করেন। পরবর্তীতে ১৩৪৯ সালে উচ্চ শিক্ষার জন্য ‘Sarajevo’ শহরের “গাজী” ইসলামী মাদ্রাসায় ভর্তি হয়।
ওস্তাদ সিনা উদ্দিন আফনাদি ও ওস্তাদ কামাল আফনাদি নিকট বিশিষ্ট ওলামা “হাফেজ ফাজেল ফাজালিজ” কুরআন হেফজ করেন।
২০০৫ সালে ইসলামী বিজ্ঞান ‘Sarajevo’ বিশ্ববিদ্যালয়ে, ইসলামী বিজ্ঞান বিষয়ের উপর ডক্টর ডিগ্রী অর্জন করেন।
উল্লেখ্য যে, “হাফেজ ফাজেল ফাজালিজ” মৃত্যুর আগপর্যন্তও কোরআন হেফজের উপর ক্লাস নিচ্ছিলেন এবং এই ক্লাসে আট জন শিক্ষার্থী অংশগ্রহণ করত।
975978#
captcha