IQNA

বুলাওয়ে মসজিদ ও পাবলিক লাইব্রেরীতে কুরআন ও ইসলাম পরিচিতি বিষয়ক গ্রন্থ প্রদান

10:26 - April 05, 2012
সংবাদ: 2298262
সাংস্কৃতিক বিভাগ : ইরানের কালচারাল কাউন্সেলর জিম্বাবুয়ের রাজধানী বুলাওয়ে’র একটি মসজিদ ও পাবলিক লাইব্রেরীতে ২০ খণ্ড কুরআন শরিফ ও কয়েক খণ্ড ইসলাম পরিচিতি বিষয়ক গ্রন্থ প্রদান করেছেন।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : প্রদত্ত প্রত্যেকটি কুরআন শরিফই ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রকাশিত, যা বুলাওয়ে’তে অনুষ্ঠিত গ্রন্থমেলায় ইরানি কালচারাল হাউসের স্টলে উপস্থাপন করা হয়েছিল যেগুলো এ শহরের বড় মসজিদে প্রদান করা হয়েছে।
ইরানি কালচারাল কাউন্সেলর পবিত্র কুরআন ছাড়াও ইসলাম ও ইরান পরিচিতি বিষয়ক বেশ কয়েক খণ্ড গ্রন্থ এবং হযরত ইমাম খোমেনী (রহ.) রচিত কয়েক খণ্ড বই বুলাওয়ে সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরীকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে প্রদান করেন।
উল্লেখ্য, ইরানি কালচারাল কাউন্সেলর বলেন : আহলে বাইত (আ.) এর মাযহাবের বিরুদ্ধে সালাফী সম্প্রদায়ের আগ্রাসন’কে নিস্ক্রীয় করতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।#977515
captcha