Beytolzahra ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী গতকাল প্যারিসে স্থানীয় সময় ৭:৩০ মিনিটে আঞ্জুমানে বাইতুল যাহরা’তে অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ, ফ্রান্সে অবস্থানরত ইরানের প্রতিনিধিবৃন্দ, প্যারিসে অবস্থানরত ইরানি ছাত্রবৃন্দ, শিয়া এবং আহলে বাইত (আ.) এর ভক্তরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠান জামাতের নামাযের মাধ্যমে শুরু হয়। মুসলিম আলেমগণ নবীকন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর বৈশিষ্ঠ ও তাঁর জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানের অপর কর্মসূচী ছিল, আযাদারী, মাতমদারী ও মার্সিয়া পাঠ।# 979291