ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই ইসলামী সমাবেশ ৬ ও ৭ই এপ্রিলে, স্থানীয় সময় সন্ধ্যা ৫টা থেকে ৭টা পর্যন্ত অব্যাহত ছিল। উক্ত অনুষ্ঠান, হযরত যয়নাব (সা. আ.) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রচেষ্টায় এই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীবৃন্দ এবং ভারত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
মুনেসা বাসারি, গাজ্বালা আফরোজা, আতিহ ফালাহি এবং শাহিন পারভিন নিজেদের বক্তৃতায় ইসলামে শিক্ষার গুরুত্ব, সম্পর্ক রক্ষার গুরুত্ব, ইসলামে নারীর অধিকার এবং আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণের প্রতি ইশারা করেন।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের সকল আগ্রহী নাগরিকদের এই ইসলামি সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করা হয়েছে।
976947#