ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ শোক অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়, এতে ইরানি কালচারাল কাউন্সেলর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন রায়িস যাদেহ বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানের কার্যক্রম দোয়ায়ে কুমাইল তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। অতঃপর এতে বক্তব্য রাখেন আল-মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও রাসুলে আকরাম হাওযা ইলমিয়াহ’র প্রিন্সিপ্যাল হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জাফার পিশেহ। তিনি হযরত ফাতেমা যাহরা(সা. আ.) এর ফজিলতের উপর আলোকপাত করে বক্তব্য রাখার পর হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর মাসায়েব পাঠ করেন।
এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ বক্তৃতার পর আযাদারী ও মাতমদারীর মাধ্যমে নবীকন্যা (সা. আ.) এর শাহাদাতে শোক পালন করেন।#979996