IQNA

জার্মান ভাষায় ‘নফ্‌সের সংশোধন’ ও ‘ইসলাম ও মুসলমান’ শীর্ষক গ্রন্থদ্বয় প্রকাশিত

21:57 - April 07, 2012
সংবাদ: 2299541
সাংস্কৃতিক বিভাগ : আহমাদ ভ্যান ড্যানফার রচিত ‘নফসের সংশোধন’ এবং তারেক রামাদ্বানী রচিত ‘ইসলাম ও মুসলমান’ শীর্ষক গ্রন্থদ্বয় জার্মান ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘নফসের সংশোধন’ গ্রন্থের প্রকাশক ‘মিউনিখ ইসলামি কেন্দ্র’ এ বই সম্পর্কে সংক্ষেপে জানিয়েছে যে, লেখক এ বইতে কুরআনিক বিভিন্ন দলিল ব্যবহারের মাধ্যমে স্পষ্ট করেছে যে, কিভাবে একজন মুসলিম ইসলামের মাধ্যমে প্রকৃত ধৈর্যধারণ করতে সক্ষম হয়।
তারেক রামাদ্বানী রচিত ৮৭ পৃষ্ঠার ‘ইসলাম ও মুসলমান’ বইটি ‘গ্রীন প্যালেস’ প্রকাশণী কর্তৃক প্রকাশিত হয়েছে এবং জার্মান ভাষাভাষী বুকস্টলসমূহে পাওয়া যাচ্ছে।#980017
captcha