IQNA

সৌদি আরবে ‘নুসুক উমরাহ’ সেবা চালু

15:07 - August 21, 2025
সংবাদ: 3477920
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিদেশি হাজীদের জন্য সরাসরি নিবন্ধনের উদ্দেশ্যে ‘নুসুক উমরাহ’ সেবা চালু করার ঘোষণা দিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (SPA) সূত্রে জানা যায়, এখন থেকে বিদেশি হাজীরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওয়েবসাইট https://umrah.nusuk.sa/ এ প্রবেশ করে উমরাহ ভিসা গ্রহণ এবং যাত্রা-সংশ্লিষ্ট সেবা বুকিং করতে পারবেন।
‘নুসুক উমরাহ’ সেবার আওতায় হাজীরা নিজ দেশের অনুমোদিত এজেন্ট সনাক্তকরণ, পূর্ণাঙ্গ প্যাকেজ কিংবা পৃথক সেবা—যেমন ভিসা, আবাসন, পরিবহন, সাংস্কৃতিক ট্যুর এবং অন্যান্য সহায়ক সুবিধা—নির্বাচন করতে পারবেন। আধুনিক ইউজার ইন্টারফেসের মাধ্যমে হাজীরা নিজের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী প্যাকেজ সাজাতে পারবেন। এই সেবা ৭টি ভাষায় উপলব্ধ।
সেবাটিতে নানা ধরনের পেমেন্ট অপশন রাখা হয়েছে, যাতে বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত পর্যায়ের হাজীরা সহজেই নিবন্ধন থেকে শুরু করে ভিসা গ্রহণ পর্যন্ত সবকিছু সম্পূর্ণ ইলেকট্রনিক উপায়ে সম্পন্ন করতে পারেন।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন সেবা চালুর লক্ষ্য হলো সৌদি ভিশন ২০৩০–এর উদ্দেশ্য পূরণ করা। এর মাধ্যমে হাজীরা সহজ ও স্বাচ্ছন্দ্যে হজ ও উমরাহর আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন এবং সর্বোচ্চ মানের সেবা গ্রহণ করতে পারবেন। 4300940#
 
captcha