IQNA

তুরস্কে ‘কুরআনের দৃষ্টিতে মু’মিন নারী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

21:58 - April 07, 2012
সংবাদ: 2299543
সাংস্কৃতিক বিভাগ : ‘কুরআনের দৃষ্টিতে মু’মিন নারী’ শীর্ষক আলোচনা সভা গতকাল ৬ই এপ্রিল তুরস্কের ‘আদানা’ শহরে অনুষ্ঠিত হয়েছে।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘কুরআনের দৃষ্টিতে মু’মিন নারী’ শীর্ষক আলোচনা সভা গতকাল, Ozgur-Der –এর উদ্যোগে তুরস্কের আদানা শহরে অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনা সভা মারওয়া আইগুনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, এরপর শহরের বিশিষ্ট মুসলিম নারী চিন্তাবিদ Hulya Sekerci, পবিত্র কুরআনে মু’মিনী নারীর চিহ্নাবলী, কুরআনের দৃষ্টিতে সন্তান পালনে নারীর ভূমিকা ও মহানবী (স.) এর দৃষ্টিতে নারীর অধিকার ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন#980079
captcha