ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ৪র্থ এপ্রিলে অনুষ্ঠিত “মানুষের প্রয়োজনে পবিত্র কোরআন” শীর্ষক বৈঠকে মোহাম্মাদ সেলিম, মোহাম্মাদ কাশিম, মোহাম্মাদ রাশেদ, মোহাম্মাদ জুলফিকার, মোহাম্মাদ আরিফ, জাঁকের এবং আতাহারুল্লাহ খান কর্তৃক পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব পর্যালোচনা এবং মূল্যায়ন করা হয়েছে।
পবিত্র কোরআন থেকে আয়াত পাঠের মাধ্যমে উক্ত শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে ধর্মীয় স্কুলের শিক্ষক ও ছাত্ররা কোরআন শিক্ষার গুরুত্বর উপর নিজেদের মতামত উপস্থাপন করেন।
এছাড়াও এই শীর্ষক বৈঠকে ভারতের বিশিষ্ট খতিব ও পণ্ডিত মোহাম্মাদ সেলিম নিজ বক্তৃতায় বলেন, একটি মানুষের জন্য পবিত্র কোরআন শিক্ষা ও সেটা জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য। কারণ এই পবিত্র কোরআনে মানুষ সকল সমস্যার সমাধান খুঁজে পাই। আমরা এই ঐশ্বরিক বইয়ের উপর নির্ভর করব এবং এই পবিত্র বইয়ের সকল মূল্যবান বার্তাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করে নিজ জীবনকে সুন্দর ভাবে পরিচালনা করব।
979345#