IQNA

ভারতের উত্তর প্রদেশ রাষ্ট্র;

ইসলাম শিক্ষা এবং সমাজ শোধনে যুবকদের ভূমিকার পর্যালোচনা

10:34 - April 09, 2012
সংবাদ: 2300699
চিন্তা এবং বিজ্ঞান বিভাগ: ভারতে উত্তর প্রদেশ রাজ্যে “বারেহ বানকি” শহরে ৬ই এপ্রিলে এক শীর্ষক বৈঠকে, ইসলাম শিক্ষা এবং সমাজ শোধনে যুবকদের ভূমিকার পর্যালোচনা করা হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই শীর্ষক বৈঠক, নবযুবক ও যুবকদেরকে ইসলামী শিক্ষার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষক বৈঠক, পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। ভারতের বিখ্যাত খতিব ‘দেলোয়ার হোসেন’ তার নিজ বক্তৃতায়, বাচ্চাদের প্রতি পিতা-মাতার দায়িত্ব এবং পিতা-মাতার প্রতি বাচ্চার অধিকারের প্রতি ইঙ্গিত করেন।
এই অঞ্চলের বিশিষ্ট পণ্ডিত এবং রাজনৈতিক মণ্ডলী এ বিষয়ে বক্তৃতা পেশ করেন। অংশগ্রহণকারীদের জন্য প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে এ শীর্ষক বৈঠকের সমাপ্তি হয়।
980309#
captcha