ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠানে ইন্দোনেশিয়ায় অবস্থানরত ইরানি রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। গাজামাদা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানাধীন কালচারাল স্ট্যাডি বিষয়ক কলেজের প্রধান ‘আইদা রুহানী’, ইরানের কক্ষের উদ্বোধন প্রসঙ্গে বলেন : এ কক্ষের উদ্বোধন এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের জন্য এ কক্ষে বিদ্যমান বিভিন্ন সোর্সবুক হতে উপকৃত হওয়ার ক্ষেত্রে মোক্ষম সুযোগের সৃষ্টি করেছে।
বলাবাহুল্য, গাজামাদা বিশ্ববিদ্যালয়ের ইরানি কক্ষে, ইসলাম, শিয়া ও ইরানের উপর, আরবি, ইংরেজী ও ইন্দোনেশিয়ান ভাষায় ৩ হাজার খণ্ডেরও অধিক গ্রন্থ রয়েছে।#982490