IQNA

ভারতে অন্তর্জাতিক সম্মেলন ‘ইসলামী শিষ্টাচার’ অনুষ্ঠিত

15:27 - April 12, 2012
সংবাদ: 2303312
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: ভরতে ‘উত্তর প্রদেশ’ রাজ্যের ‘স্বার্ণপুর’ শহরে ৭ম এপ্রিলে, আন্তর্জাতিক সম্মেলন ‘ইসলামী শিষ্টাচার’ অনুষ্ঠিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই আন্তর্জাতিক শীর্ষক সম্মেলন, “আল মাহদী” মাদ্রাসায় ইসলামী বিশ্বের পণ্ডিত এবং চিন্তাবিদদের উপস্থিতিতে ইসলামী শিষ্টাচার ব্যাখ্যার আলোকে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষক বৈঠকের মূল বিষয়বস্তু হিসেবে ইসলামী শিষ্টাচার, সমাজের সঙ্গে শিষ্টাচারের সম্পর্ক এবং রাসুল (সা.)-এর হাদিস বিবেচনা করা হয়েছে। এই শীর্ষক বৈঠকে ইসলামী ওলামা এবং চিন্তাবিদগণ, ইসলামী শিষ্টাচারের আলোকে নিজেদের মতামত ব্যক্ত করেন।
সাইদ আজিম, মোহাম্মাদ নিজাম, ইকবাল হোসাইন, কাউছার হোসাইন সহ অন্যান্য অংশগ্রহণকারীরা নিজেদের নিবন্ধ উপস্থাপন করেন।
উল্লেখ্য যে, ৮ই এপ্রিলে উক্ত আন্তর্জাতিক শীর্ষক বৈঠকের সমাপ্তি হয়।
982006#
captcha