IQNA

ভারতে ইসলামী শিক্ষার আলোকে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

17:50 - April 12, 2012
সংবাদ: 2303349
রাজনৈতিক এবং সামাজিক বিভাগ: ভারতে “লাকনু” শহরে ‘ইমামিয়া’ সংগঠনের প্রচেষ্টায় ১৫ই এপ্রিল থেকে ১৯শে এপ্রিল পর্যন্ত ইসলামী ইতিহাস ও শিক্ষার আলোকে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই প্রতিযোগিতা ঐতিহাসিক ও ইসলামী বিজ্ঞানের অলোকে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছাত্রদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং উক্ত প্রতিযোগিতা হোসনাবাদ হোসাইনিতে অনুষ্ঠিত হবে।
এ বছরেও ‘ইমামিয়া’ সংগঠনের সহকারী পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন স্যায়েদ সাহাব হোসেন রাজাভি, ভারত ও প্রতিবেশী দেশ থেকে বিশিষ্ট ওলামা এবং ইসলামী চিন্তাবিদ উপস্থিত থাকবেন। ১৯শে এপ্রিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য যে, এই প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘লাকনু’ থেকে ১৫০০ ছাত্র এবং বোম্বে থেকে ১২০০ ছাত্র অংশগ্রহণ করবে এবং শীর্ষ স্থানে উত্তীর্ণদের সার্টিফিকেট এবং মূল্যবান পুরস্কার প্রদান করে হবে।
977576#
captcha