IQNA

প্যারিসে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদাত বার্ষিকী পালিত

22:35 - April 13, 2012
সংবাদ: 2303757
সাংস্কৃতিক বিভাগ : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী, গতকাল ১২ই এপ্রিল ফ্রান্সের রাজধানী প্যারিসে পালিত হয়েছে।
Fr-beytolzahra-paris ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠান গতকাল স্থানীয় সময় রাত ৭:৩০ মিনিটে প্যারিসের ‘বাইতুল যাহরা (সা. আ.)’ ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
ইতিপূর্বে এ বাইতুল যাহরা ইসলামি কেন্দ্র এ অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রে প্যারিসে অবস্থারত ইরানি ছাত্র, শিয়া ও আহলে বাইত (আ.) এর ভক্তদের প্রতি আহবান জানানো হয়।
দোয়ায়ে কুমাইল পাঠ, হুজ্জাতুল ইসলাম রামাযানী’র বক্তব্য, জামায়াতের সাথে মাগরিব ও এশার নামায আদায়, মার্সিয়া পাঠ, নওহা পাঠ ও মাতমদারী ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে উক্ত শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#983576
captcha