IQNA

রাশিয়ায় ধর্মীয় সংস্কৃতি কোর্সে ১৫০০ শিক্ষকের উপস্থিত

17:21 - April 17, 2012
সংবাদ: 2307007
রাজনৈতিক এবং সামাজিক বিভাগ: রাশিয়ায় ‘সারাটোভ’ প্রদেশে, এদেশের ১৫০০ জন শিক্ষক জুন মাসের মধ্যে ধর্মীয় সংস্কৃতি কোর্সে অংশগ্রহণ করবেন।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: রাশিয়ায় ‘সারাটোভ’ প্রদেশে মুসলিম ধর্মীয় প্রশাসন বিভাগের প্রচেষ্টায় ১৫০০ জন শিক্ষক ধর্মীয় সংস্কৃতি কোর্সে অংশগ্রহণ করবেন।
‘সারাটোভ’ প্রদেশে মুসলিম ধর্মীয় প্রশাসন ঘোষণা করেছে, সকল বিশেষজ্ঞ, শিক্ষা মন্ত্রণালয়, রাশিয়ান সেন্ট্রাল ফেডারেশন ডিপার্টমেন্ট এবং মুসলিম ধর্মীয় প্রশাসন অনুক্রম বিভাগের সকল শিক্ষকদের এই ধর্মীয় সংস্কৃতি কোর্সে অংশগ্রহণ করার জন্য আহবান করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ৮৬ জন শিক্ষক ‘সারাটোভ’ প্রদেশে এই শিক্ষা কোর্সে অংশগ্রহণ করেছেন এবং তাদের কোর্স শেষ হওয়ার পর সনদপত্র প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, ১৪১৪ জন শিক্ষক ‘সারাটোভ’ প্রদেশে ধর্মীয় সংস্কৃতি কোর্সে জুন মাসের মধ্যে অংশগ্রহণ করে তাদের সনদপত্র গ্রহণ করবেন।
985448#
captcha