আফ্রিকা হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ শোক অনুষ্ঠান, আল-মোস্তফা (সা.) বিশ্ববিদ্যালয়ের শাখার উদ্যোগে, মাদাগাস্কারের শিয়াদের উপস্থিতিতে পালিত হচ্ছে। আল-যাহরা (সা. আ.) মসজিদে আয়োজিত এ অনুষ্ঠান আগামী বুধবার ২৮শে এপ্রিল নাগাদ অব্যাহত থাকবে।
স্থানীয় আলেম ও আল-মোস্তফা (স.) বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে প্রেরিত শিক্ষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ মুর্ত্তাজা রাজাভী’র তত্ত্বাবধানে এ শোক মজলিশসমূহ অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হুজ্জাতুল ইসলাম সৈয়দ মূর্ত্তাজা রাজাভী, শেইখ বাদরুদ্দীন, শেইখ আব্দুর রহমান, শেইখ মুস্তাফা ও শেইখ আব্দুল মু’মিন এ অনুষ্ঠানে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর নৈতিক বৈশিষ্ট্য, নির্যাতিত অবস্থায় তাঁর শাহাদাতের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।
এ শোক মজলিশসমূহ মার্সিয়া ও নওহা পরিবেশন করবেন মাদাগাস্কারের ‘মাঝুঙ্গা’ শহরে’র ‘সাকালাইন’ মাদ্রাসার ছাত্রবৃন্দ।#988623