IQNA

বুরুন্ডি’তে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদাত বার্ষিকী পালিত হবে

23:57 - April 20, 2012
সংবাদ: 2308570
সাংস্কৃতিক বিভাগ : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান বুরুন্ডি’র রাজধানী ‘বুজুম্বুরা’য় অবস্থিত ইমাম যায়নুল আবেদিন (আ.) মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অনুষ্ঠান শনিবার হতে আগামী বৃহস্পতিবার নাগাদ অব্যাহত থাকবে।
আফ্রিকা হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : এ অনুষ্ঠান আগামীকাল ২১শে এপ্রিল হতে শুরু হয়ে ২৬শে এপ্রিল নাগাদ অব্যাহত থাকবে। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় ৭টায়, মাগরিব ও এশার নামাযান্তে।
এদেশের প্রখ্যাত আলেম শেইখ রাফিক আব্দুল্লাহ ও শেইখ জুমআ এ অনুষ্ঠানে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনী’র বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।
বলাবাহুল্য, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঐ শহরের আহলে বাইত (আ.) এর সকল ভক্ত ও অনুসারীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।# 989646
captcha