IQNA

হযরত ফাতেমা (সা. আ.) এর জীবনের উপর বিশ্লেষণমূলক সভা ভারতে অনুষ্ঠিত হবে

21:21 - April 21, 2012
সংবাদ: 2309370
সাংস্কৃতিক বিভাগ : আগামী ২৩শে এপ্রিল, ভারতের উত্তর প্রদেশের ‘লাখনৌ’ শহরের ‘মুহাম্মাদ আলী শাহ’ ইমামবাড়ীতে উক্ত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দক্ষিন-পশ্চিম এশিয়া অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভা আগামী ২৩শে এপ্রিল হতে ২৫শে এপ্রিল নাগাদ মাগরিব ও এশার নামাযান্তে অনুষ্ঠিত হবে।
‘আঞ্জুমানে জামায়াতে জাফারিয়ে হিন্দে’র সভাপতি হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মাদ আবেদী এ সম্পর্কে জানান : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদাতের স্মরণে প্রতি বছরই তার জীবনী ও মজলুমিয়্যাতের উপর আলোকপাত করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুয়েতে’র ‘মাওলানা আবেদ বিলগেরামী’ এবং আল-মোস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ যায়গাম রাজাভী এতে বক্তব্য রাখবেন।#989526
captcha