IQNA

হযরত ফাতেমা (সা. আ.) এর শাহাদাতে ব্রাজিলের শিয়াদের শোক পালন

8:49 - April 25, 2012
সংবাদ: 2312133
সাংস্কৃতিক বিভাগ : ব্রাজিলের রাজধানী সাওপাওলো’র শিয়ারা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ শহরের ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ (স.)’ মসজিদ এক শোক অনুষ্ঠানের আয়োজন করে।
দক্ষিন আমেরিকা অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : নবীকন্যা সিদ্দিকাতুত তাহেরা (সা. আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত সোমবার (২৩শে এপ্রিল) মাগরিব ও এশার নামাযের পর ঐ মসজিদে শোক মজলিশের অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর, মসজিদের পেশ ইমাম শেইখ হাসান বোরজী, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
যেহেতু সাওপাওলো’র অধিকাংশ শিয়া লেবাননীয় বংশোদ্ভূত সেহেতু বক্তা আরবী ভাষায় বক্তব্য প্রদান করেন।#993217
captcha