ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ কেন্দ্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠান গতকাল সন্ধ্যায়, মাগরিব ও এশার নামাযান্তে, মুম্বাইয়ে ইরানিদের মসজিদ কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম হাসনাইন কাররারভী ও হুজ্জাতুল ইসলাম জাফারী, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর ফজলিত ও তাঁর জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। অতঃপর নওহা ও মাতমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#993046