দক্ষিন-পূর্ব এশিয়া অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : থাইল্যান্ডের শিয়ারা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ সকল অনুষ্ঠানে বক্তারা, হযরত ফাতেমা (সা. আ.) এর নৈতিক বৈশিষ্ট্য, তাঁর উপর আরোপিত মুসিবত, তার জীবন হতে আমরা কি শিক্ষা লাভ করতে পারি ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বক্তৃতা শেষ হওয়ার পর নওহা ও মাতমের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।# 994121