IQNA

কাযকিস্তানে ‘যাকাত’ নামক ইসলামি ফান্ডের উদ্বোধন

21:43 - April 27, 2012
সংবাদ: 2312941
সাংস্কৃতিক বিভাগ : বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে কাযাকিস্তানের ‘আতিরাও’ শহরে ‘যাকাত’ নামক ইসলামি ফান্ডের উদ্বোধন করা হয়েছে।
সেন্ট্রাল এশিয়া প্রতিনিধির রিপোর্ট : উদ্বোধনী এ অনুষ্ঠানে এদেশের ধর্ম ও এ সংশ্লিষ্ট বিষয়ক কর্মকর্তা ‘বিলগাবেক মির্জাওভ’, যাকাত ফান্ডের সভাপতি ‘নূরবেক এসমাগানবেট’, ‘আতারিও’ জামে মসজিদের পেশ ইমাম ‘আমান তাঈ সা’দি ওভ’, সাংবাদিকগণ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
যাকাত নামক ইসলামি ফান্ডের উদ্বোধন এবং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়াদির উপর পর্যালোচনার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।# 994178
captcha