ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ শোক অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। হযরত ফাতেমা (সা. আ.) এর যেয়ারত পাঠের পর ‘আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে’র প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম খালেকপুর এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তিনি তার বক্তৃতায়, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর ফজিলত, মহত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বক্তৃতার পর নওহা ও মাতমের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।#994289