IQNA

মিশরে শিয়া নেতৃত্ব পরিষদ সংগঠিত হবে

0:08 - April 28, 2012
সংবাদ: 2312999
আন্তর্জাতিক বিভাগ: মিশরের শিয়া নেতা ‘মোহাম্মাদ গানিম’ একটি সম্মেলনে এদেশের শিয়া নেতৃত্ব পরিষদ গঠনের খবর জানান।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই পরিকল্পনার কথা মিশরের শিয়া নেতা ‘মোহাম্মাদ গানিম’ সর্বপ্রথম উপস্থাপন করেছেন এবং এ সম্পর্কে তিনি জানান, এই শিয়া নেতৃত্ব পরিষদের মাধ্যমে এদেশের শিয়াদের অবস্থানের পুনর্গঠন করা হবে। তিনি আশাবাদী এই পরিষদের যুবকরা তাদের কর্মকাণ্ড এবং চিন্তাধারাকে সুদক্ষ ভাবে ব্যবহার করবে।
তিনি আরও জানান, সকল রাজনৈতিক দল, সাধারণ সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনতা শিয়া নেতৃত্ব পরিষদ, নির্বাচনের অনুষ্ঠানে “পুনরুদ্ধার করা হবে” এই স্লোগানের সমন্বয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হবে।
তিনি শেষপ্রান্তে জানান, শিয়া নেতৃত্ব পরিষদ, একটি সংস্কারক আন্দোলন যাতে এদেশের শিয়ারা নির্ভর করে আছে। কারণ এই যুবকেরাই এদেশের ভবিষ্যৎ গঠন করবে। তাদেরকে সুযোগ দেওয়া উচিত যাতে করে তাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারে এবং নতুন দক্ষতা ও অভিজ্ঞতার সাথে পরিচিত হতে পারে।
992694#
captcha