বার্তা সংস্থা ইকনা: আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খোতবায়
ইরানের পানিসীমায় মার্কিন মেরিন সেনাদের অবৈধ
অনুপ্রবেশের কথাও তুলে ধরেন তিনি। আয়াতুল্লাহ কেরমানি বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী
অত্যন্ত সাহসিকতার সঙ্গে মার্কিন সেনাদের আটক করে
নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে।
ইরানের পানিসীমায় অনুপ্রবেশের জন্য মার্কিন সেনাদের ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, এই ঘটনায় বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই বার্তা পেয়েছে যে, ইরান একটি শক্তিধর দেশ এবং প্রয়োজনে নিজের শক্তিমত্তা প্রদর্শন করে দেশটি।
প্রখ্যাত সৌদি শিয়া আলেম আয়াতুল্লাহ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা প্রসঙ্গে তিনি বলেন, এই প্রতিরোধকামী আলেমের ফরিয়াদ কখনো দমন করা যাবে না এবং একদিন আলে-সৌদ সরকারের পতন হবে। সৌদি সরকারকে উদ্দেশ করে আয়াতুল্লাহ মোভাহ্হেদি কেরমানি বলেন, আপনারা আল্লাহর ঘরের মর্যাদা রক্ষা করছেন না বলে আল্লাহর গজবের অপেক্ষায় থাকুন।
সূত্র: রেডিও তেহরান