IQNA

শবে বরাতের গুরুত্ব ও ফজিলত কি?

22:46 - May 22, 2016
সংবাদ: 2600828
পবিত্র শাবান মাসের ১৫ তারিখের রাতটি ইসলামে চারটি গুরুত্বপূর্ণ রজনির মধ্যে অন্যতম। এ রাতে জাগ্রত থাকা এবং ইবাদত-বন্দেগীতে মশগুল থাকার গুরুত্ব ও সওয়াব অপরিসীম।ৃ

 বিশিষ্ট ইসলামী গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহমুদ রাজাবী পবিত্র শবে বরাতের রজনীতে রাত্র জাগরণ এবং এ রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকার গুরুত্ব সম্পর্কে বলেন: ইসলাম ধর্মে রাত্র জাগরণ এবং ইবাদত বন্দেগীতে মশগুল থাকার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। রাসূল (সা.) ও আহলে বাইতের (আ.) পবিত্র সদস্যগণ এ সম্পর্কে আমাদেরকে যথেষ্ট দিকনির্দেশনা দিয়ে গেছেন। ইসলাম ধর্মের আদেশানুযায়ী বছরে ৪টি রাত জাগরণের বিশেষ সওয়াব রয়েছে; সেগুলো হল লাইলাতুল কদরের রাত, শবে বরাতের রাত, শবে মেরাজের রাত এবং শবে আশুরার রাত। এগুলোর মধ্যে লাইলাতুল কদর ও শবে বরাতের রাতে জাগ্রত থাকা ও ইবাদত-বন্দেগীতে মশগুল থাকার ফজিলত সবচেয়ে বেশি। স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে রাসূলকে (সা.) রাত্র জেগে ইবাদত বন্দেগীতে মশগুল থাকার আদেশ দিয়েছেন;

« قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا ﴿۲﴾ نِصْفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَلِيلًا ﴿۳﴾ أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا (4) انَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا (5)

অর্থাৎ (হে রাসূল!) রাত্র জাগ্রত থাক কিন্তু স্বল্প পরিমাণে; রাতের অর্ধাংশ কিংবা তদপেক্ষা কিছু কম অথবা তার উপর কিছু বৃদ্ধি কর আর কোরআন আবৃত্তি কর ধীরে ধীরে সুস্পষ্টভাবে আমরা শিঘ্রই তোমার উপর এক গুরুভার বাণী (বিধান) অবতীর্ণ করব(সূরা মাজাম্মিল, -) সূতরাং রাত্র জাগরণ এবং রাত্রে ইবাদত বন্দেগীতে মশগুল থাকা পবিত্র কোরআন হাদীসের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ আমল হিসেবে বিবেচিত আর যদি উক্ত রাত্র জাগরণ বছরের ফজিলতপূর্ণ রাতে হয়, তাহলে সওয়াব গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায় শবে কদরের রাত্র লাইলাতুল কদরের রাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত কাজেই রাতে জাগ্রত থেকে ইবাদত-বন্দেগীতে মশগুল থাকার গুরুত্ব অপরিসীম

ট্যাগ্সসমূহ: শবে বরাতের ، মুসলিমিন ، ইসলাম
captcha