IQNA

হিজাবী নারীর হত্যার প্রতিবাদে নিউইয়র্কে প্রতিবাদ

17:35 - September 05, 2016
সংবাদ: 2601519
আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের অদূরে জ্যামাইকা হিলস এলাকায় বসবাস করতে নাজমা খানম ঝর্না (৬০)। ধার্মিক এই ভদ্র মহিলা বুধবার রাতে তাদের দোকান বন্ধ করে বাড়ীর উদ্দেশ্যে ফিরছিলেন। বাড়ীতে ফেরার পথে তাদের উপর অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হন তিনি।

বার্তা সংস্থা ইকনা: নিউইয়র্কে বসবাসকৃত বাংলাদেশী নাজমা খানমকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে আমেরিকার মুসলমানেরা "কুইন্স" মসজিদের সামনে এক প্রতিবাদ মিছিলে বের করেছে। এই মিছিলে নাজমা খানমের হত্যাকাণ্ডকে "ঘৃণাত্মক অপরাধ" বলে অবিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে।

হত্যাকাণ্ডের পর খুনিকে ধরতে অভিযানে নামে পুলিশ। শনিবার গালভেজ-মারিনকে গ্রেফতারের কথা জানানো হয়। গালভেজ-মারিন নাজমা খনমের এলাকাতেই থাকত। পুলিশ জানায়, নাজমা তার টাকার ব্যাগ দিতে না চাওয়ায় তাকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে গালভেজ মারিন।

যে স্থানে হামলা হয়েছে, সেই সড়কেই এই যুবকের বাসা। সেখান থেকে দুই ব্লক পরই নাজমার বাসা। গালভেজ মারিনের বিরুদ্ধে হত্যার পাশাপাশি ছিনতাই ও অস্ত্র রাখার অভিযোগ আনা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, নাজমার বুকে উপর্যুপরি আঘাত করে ঘাতক। এক পর্যায়ে ছুরি ভেঙে যায়। ছুরির ভাঙা ফলা তার শরীরে চার ইঞ্চি পর্যন্ত গেঁথে ছিল। শুক্রবার জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজার পর রাতে বাংলাদেশে পাঠানো হয় নাজমার মরদেহ।

শরীয়তপুর জেলার পালং ইউনিয়নের আটিপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে নাজমাকে দাফন করা হবে বলে তার বোনের ছেলে মোহাম্মদ কবির জানিয়েছেন।

বলাবাহুল্য, আমেরিকার ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার পর মুসলমানদের বিরুদ্ধে ধর্মীয় ঘৃণার হামলা ২০১৫ সালে অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।

iqna


captcha