IQNA

পর্যবেক্ষণ সংস্থা;

অ্যানিমেশনে বিতর্কিত অস্পষ্ট টেক্সটটি পবিত্র কুরআনের নয়

21:23 - September 14, 2016
সংবাদ: 2601569
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি 'ফায়ারম্যান স্যাম' নামক এক কার্টুনে পবিত্র কুরআনের অবমাননা করা হয়েছে বলে দাবী করা হয়েছে। দৃশ্যত, কার্টুন চরিত্রে এক ব্যক্তির পায়ের নীচের কাগজটি আরবি টেক্সটের। এ সম্পর্কে ব্রিটিশ মিডিয়া তদারকির কর্তৃপক্ষ (Ofcom) বলেছেন: আমরা ছবিটি জুম করে দেখেছি। পৃষ্ঠাটির বিষয়বস্তু অস্পষ্ট এবং সহজেই বলা যাবে না যে, এটি কোন নির্দিষ্ট (কুরআন) টেক্সট।
বার্তা সংস্থা ইকনা: ব্রিটিশ মিডিয়া তদারকির কর্তৃপক্ষ (Ofcom) ঘোষণা করেছে: এ ব্যাপারে 'ফায়ারম্যান স্যাম' অ্যানিমেশন নির্মাণকারীদের নিকট কোন জিজ্ঞেসবাদ করা হবে না।

এই সিদ্ধান্ত Ofcom/অফকম গৃহীত করেছে। অথচ এই কার্টুনের বিরুদ্ধে ১৭০টি অভিযোগ উঠে এসেছে। সকল অভিযোগই বলা হয়েছে, 'ফায়ারম্যান স্যাম' কার্টুনে পবিত্র কুরআনের অবমাননা করা হয়েছে।

অফকম ঘোষণা করেছে: ৫ নং চ্যানেলে ফায়ারম্যান স্যাম কার্টুনটি সম্প্রচার করা হচ্ছে। এটা স্পষ্ট যে, উল্লেখিত পৃষ্ঠাটি আরবি ভাষর; তবে এটি অস্পষ্ট হওয়ার কারণে টেক্সটের বিষয়বস্তু সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয়নি।

অফকমের মুখপাত্র বলেছেন: এ জন্য আমাদের নিকটে অনেক অভিযোগ এসেছে। গভীর তদন্ত করে আমরা সিদ্ধান্ত নিয়েছি 'ফায়ারম্যান স্যাম' অ্যানিমেশন নির্মাণকারীদের নিকট জিজ্ঞেসবাদ করা হবে না।

তিনি বলেন: আমরা সম্ভাব্য সর্বোচ্চ রেজোল্যুশনের মাধ্যমে প্রোগ্রামটি পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণের মাধ্যমে আমরা দেখেছি, আরবি বর্ণমালার সাথে উক্ত টেক্সটটির মিল রয়েছে; তবে টেক্সটটির বিষয়বস্তু নির্ধারণ করা সম্ভব হয়নি এবং বলা যাবে না যে, এটি কোন নির্দিষ্ট (কুরআন) টেক্সট।

শিশুদের প্রিয় এই অ্যানিমেশনের নবম সিরিজের সপ্তম পর্বে কার্টুন চরিত্রে এক ব্যক্তি গরম পানীয় বহন করছে এবং একটি পৃষ্ঠায় পা রাখ মাত্রই স্লিপ খেয়ে পড়ে যায়। এসময় কয়েকটি পৃষ্ঠা আকাশে উড়ে যায় এবং এরমধ্যে একটি পৃষ্ঠা অবিকল পবিত্র কুরআনের পৃষ্ঠার মত।

অভিযোগের সাথে সাথে ব্রিটিশের ৫ নং চ্যানেলে ফায়ারম্যান স্যামের ঐ পর্বটি ডিলিট করে এবং জনগণের নিকট ক্ষমা চাই এবং ঘোষণা করে: অ্যানিমেশন স্টুডিও'র সাথে তাদরে সম্পর্ক ছিন্ন করবে।

iqna


captcha