বার্তা সংস্থা ইকনা: মিশরের এই ক্বারি সেদেশের উরমিনাট শহরে কুরআন তিলাওয়াত করেছেন। ১৯৭৮ সালে উরমিনাট শহরে বিশ্ববরেণ্য ক্বারি আব্দুল বাসিত পবিত্র কুরআনের সূরা কাফের ৩১ থেকে ৪৫ নম্বর আয়াত এবং সূরা ইনফিতার, সূরা বালাদ, সূরা দুহা, সূরা ইনশিরাহ, সূলা তীন এবং সূরা কাদর তিলাওয়াত করেছেন।
মিশরের উরমিনাট শহরে আব্দুল বাসিতের কুরআন তিলাওয়াতের অডিও ফাইলটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল।