মসজিদে আগুন দেওয়ার অভিযোগে প্রথমে কাউকে সনাক্ত করা হয়নি। তবে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ থেকে জানা যায় যে এক ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে মসজিদে আগুন লাগিয়েছে। ভিডিও ফুটেজের সূত্র ধরে জোসেফ মিকায়েল শ্রেইবার (৩২) নামে এক ইহুদিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
মসজিদে আগুন লাগার সময় মসজিদের ভিতরে কেউ উপস্থিত ছিল না; তবে এই দুর্ঘটনার ফলে মুসলমানেরা অন্য স্থানে ঈদের নামাজ আদয় করেছে।
সেন্ট লুসির পুলিশ সাংবাদিকদের বলেন: মসজিদের বাইরের একটি সিসি ক্যামেরায় শ্রাইবারের মোটরসাইকেলটির ছবি ধরা পড়ে। অন্য যেসব প্রমাণ সংগ্রহ করা হয়েছে, সেগুলোতেও বোঝা যাচ্ছে তিনি আগুন লাগানোর সঙ্গে জড়িত ছিলেন।
ভিডিওতে দেখা যায় যে, এক ব্যক্তি মোটরসাইকেলে চড়ে একটি বোতল ও কিছু কাগজের টুকরা নিয়ে মসজিদের নিকটে যাচ্ছে এবং ঐ ব্যক্তি মসজিদের নিকট যাওয়া মাত্রই মসজিদে আগুন লাগে।
বুধবার এক সংবাদ সম্মেলনে মেজর ডেভিড থম্পসন জানান, এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জোসেফ মিকায়েল শ্রেইবার (৩২) নামে এক ইহুদি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ যে মটর সাইকেলটি দেখা গিয়েছে, সেটির সাথে জোসেফ মিকায়েল শ্রেইবারের মোটরসাইকেলটির হুবহু মিল রয়েছে।
থম্পসন আরও বলেন: জনগণের সাহায্যে সেন্ট লুসি পোর্ট থেকে এই ঘাতককে গ্রেফতার করা হয়েছে।
থম্পসন কোন ব্যাখ্যা প্রদান না করেই বলেছেন: জোসেফ মিকায়েল শ্রেইবার সামাজিক নেটওয়ার্কের পেজগুলো চেক করে দেখা গিয়েছে, সেখানে অনেক ইসলাম বিদ্বেষী মন্তব্য রয়েছে। ইসলাম বিদ্বেষী মন্তব্যের মধ্যে ১২ই জুলাই ফেসবুকে শ্রেইবার লিখেছে, ইসলাম পুরাপুরি র্যাডিক্যাল ধর্মের মত এবং (মুসলমানেরা) সন্ত্রাসী ও তাদের সন্ত্রাসী আর অপরাধী হিসাবে দেখা উচিত।
থম্পসন আরও জানিয়েছেন: ১৪ই সেপ্টেম্বরে ফোর্ট পিয়ার্সে পথ চলার সময় মিকায়েল শ্রেইবারকে গ্রেফতার করা হয়েছে।