ইকনা সূত্রে, আল-মাসিরাহ টিভি’র বরাতে জানানো হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি ইমাম জায়েদ ইবনে আলীর (আ.) শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক ভাষণে বলেন: “আমরা গাজার জনগণের প্রতি ইয়েমেনের অবিচল সমর্থন ও সহানুভূতির ওপর জোর দিচ্ছি এবং ইয়েমেনিরা সামরিক অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং জনসমর্থন সহ সবক্ষেত্রে কার্যকর ও আন্তরিক পদক্ষেপ চালিয়ে যাবে।”
তিনি বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট ও অটল—আমরা ফিলিস্তিনিদের পক্ষে এবং আমেরিকা ও ইসরায়েলের দমননীতির বিরুদ্ধে। ইয়েমেনিরা আল্লাহর সত্য প্রতিশ্রুতি ও বিজয়ের প্রতিশ্রুতির ওপর অগাধ আস্থা রাখে।”
আনসারুল্লাহ নেতা আরও বলেন, “আমাদের সংগ্রামের পথ কুরআনের প্রেরণা ও ঈমানের ভিত্তিতে পরিচালিত হয়—এটি একটি মৌলিক ও প্রাচীন পন্থা, যা যুগে যুগে ও প্রজন্ম থেকে প্রজন্মে মুসলিম জাতির মধ্যে বিদ্যমান ছিল এবং এখনো আছে।”
তিনি বলেন, “আমাদের জাতির কুরআনিক অন্তর্দৃষ্টি ও সচেতনতা, তাদের দৃঢ়তা ও অটল ঈমানের প্রকৃত উৎস।”
আল-হুথি আরও বলেন, “গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে, দুই দফা সামরিক আগ্রাসনের শিকার হয়েও, ইয়েমেনিরা দৃঢ়ভাবে তাদের অবস্থানে টিকে রয়েছে এবং ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে।”
তিনি যোগ করেন, “আল্লাহর করুণায়, শত্রুদের যাবতীয় চক্রান্ত—যার উদ্দেশ্য ছিল আমাদের জাতিকে তাদের ঈমানি অবস্থান থেকে বিচ্যুত করা—সবই ব্যর্থ হয়েছে।”
আল-হুথি বলেন,“গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিক্রিয়ায় ইয়েমেন হাজার হাজার বিমান হামলা, কঠোর অবরোধ, মানবিক সহায়তা হ্রাস এবং একটি সুসংগঠিত অর্থনৈতিক যুদ্ধের সম্মুখীন হয়েছে। একইসঙ্গে জনগণের মনোযোগ অন্যত্র সরিয়ে দেওয়ার লক্ষ্যে এক বিশাল প্রচারযুদ্ধও চালানো হয়েছে।” 4295394#