বার্তা সংস্থা ইকনা: আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা আহজাবের ৩৩ নং আয়াতে রাসূলুল্লাহর (সা.) পবিত্র আহলে বাইত তথা বংশধরকে পাক ও পবিত্র হিসেবে ঘোষণা করেছেন। কুরআনের এ আয়াতে বলা হয়েছে,
«انّما یریداللّه لیذهب عنکم الرّجس اهلالبیت و یطهرکم تطهیراً»؛
অর্থাৎ আল্লাহ কেবল চান যে, হে আহলে বাইত! তোমাদের হতে সর্ব প্রকারের কলুষ দূরে রাখতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র রাখতে। এ আয়াতের তাফসীরে প্রায় সব শীর্ষ মুফাসসিরগণ ঐকমত্যের ভিত্তিতে বর্ণনা করেছেন যে, এখানে আহলে বাইত বলতে আলী ইবনে আবি তালিব (আ.), ফাতেমা যাহরা (আ.), ইমাম হাসান ও ইমাম হুসাইন (আ.) এবং তাদের সন্তানাদি।
শুধু তাই নয়, ১০ হিজরিতে রাসূলে খোদা (সা.) যখন ঐতিহাসিক বিজয় হজ্ব থেকে ফিরছিলেন তখন আল্লাহর নির্দেশে তিনি মক্কার অদূরে গাদীরে খুম নামক স্থানে উপস্থিত হাজার হাজার সাহাবীদের সম্মুখে আলী ইবনে আবি তালিবকে (আ.) নিজের স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা দেন। আর তার পরই ইসলামের পরিপূর্ণতার ঘোষণা সম্বলিত আয়াতটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। এ আয়াতে বলা হচ্ছে,
الیوم اکملت لکم دینکم و اتممت علیکم نعمتی و رضیت لکم الاسلام دیناً...»
আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলামের প্রতি সন্তুষ্ট হলাম (সূরা মায়েদা, ৩ নং আয়াত)। সূত্র: shabestan