IQNA

মোহাম্মদ ইউসুফ আল-বদর:

আমার পরিবারের সকলেই হাফেজ/ লন্ডনে কুরআনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠিত করেছি

23:51 - April 24, 2017
সংবাদ: 2602950
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইংল্যান্ডের প্রতিনিধি বলেছেন, "আমি ইংল্যান্ডে একটি কুরআনিক পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার পরিবারের সকল সদস্য পবিত্র কুরআনের হাফেজ।"


৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তিলাওয়াত বিভাগে অংশগ্রহণকারী ইংল্যান্ডের প্রতিনিধি (বায়ে) মুহম্মাদ ইউসুফ আল বদর

বার্তা সংস্থা ইকনা'র সাথে এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের প্রতিনিধি "মুহাম্মাদ ইউসুফ আল বদর" বলেন: "আমি ইংল্যান্ডে একটি কুরআনিক পরিবারে জন্মগ্রহণ করেছি। ইংল্যান্ড ও ইউরোপে আমার এবং আমার বড় ভাই শেখ ইয়াসির আল বদরের বেশ খ্যাতি রয়েছে।

তিনি বলেন: মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া যে, আমার পরিবারের সকলেই কুরআনের হাফেজ। বর্তমানে আমি একজন ক্বারী এবং কুরআনের শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছি। কুরআন তিলাওয়াত, কুরআন পাবলিকেশন ও কুরআনের সংস্কৃতির জন্য বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছি।

মুহম্মাদ ইউসুফ আল বদর বলেন: বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারকের কাজ করেছি।

সম্পূর্ণ কুরআনের হাফেজ আল বদর বলেন: ১৫ বছরে আমি সম্পূর্ণ কুরআন হেফজ করেছি এবং ১৮-১৯ বছর বয়সে কুরআন তিলাওয়াতের টেকনোলজি অর্জন করেছি। ইংল্যান্ডের লিডস শহরের কুরআনিক বিদ্যালয়ে কুরআন হেফজ করেছি।

ইংল্যান্ডে 'আল বদর' কুরআনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠিত

মুহম্মাদ ইউসুফ আল বদর বলেন: ইংল্যান্ডে কুরআন শিক্ষা বিস্তারের জন্য আমারে ভাইয় ইয়াসিরের সহযোগিতায় আমরা 'আল বদর' নামক কুরআনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। এটি একটি কুরআনিক স্কুল হিসেবে প্রসিদ্ধ। এই স্কুলে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক শিক্ষার্থীকে কুরআন শিক্ষা দেয়া হয়।

তিনি বলেন: এ পর্যন্ত আমি ইরানের ছাড়া অন্য কোন দেশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি। কারণ, সর্বদা শিক্ষার্থীদের কুরআন শিক্ষা দিতে নিজেকে ন্যস্ত রেখেছিলাম। তবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি এবং আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারকের কাজ করেছি।

iqna


captcha