IQNA

আমেরিকা বিশ্ব প্রতারক: আয়াতুল্লাহ কেরমানি

22:00 - June 17, 2017
সংবাদ: 2603272
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমা নামাযের অস্থায়ী খতিব ও প্রবীণ আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, মার্কিন সরকার বিশ্ব প্রতারক ও জালিম দেশ; এ দেশটিকে কখনও বিশ্বাস করা যায় না।

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি আজ (শুক্রবার) তেহরানের জুমা নামাজের দ্বিতীয় খুতবায় তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন সরকার গঠনে করণীয় সম্পর্কে বলেন: ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যারা ইরানের ভেতরে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেছিল তাদেরকে সরকারের কোনো অংশেই রাখা ঠিক হবে না।  

তিনি আরো বলেন, যারা ওই ষড়যন্ত্রে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে এবং রাষ্ট্রীয় কোনো দায়িত্বে তাদেরকে রাখা যাবে না। আয়াতুল্লাহ কেরমানি বলেন, ইসলামি ইরান ইসলামি শিক্ষার মাধ্যমে পরিচালিত হবে এবং সরকারের ভেতরে সব ধরনের ইসলামি মানদণ্ড থাকতে হবে।

২০০৯ সালে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী ফলাফল মেনে নিতে অস্বীকার করলে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়।

মার্কিন ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ইরানের এ আলেম সর্বোচ্চ নেতার একটি মন্তব্য তুলে ধরে বলেন, "আমেরিকা আমাদের শত্রু, কোনো অবস্থাতেই তাকে বিশ্বাস করা যায় না; আমেরিকার বিষয়ে আশাবাদীও হবেন না।”
captcha