IQNA

মহানবীর(সা.) দৃষ্টিতে দুনিয়ার কষ্ট থেকে মুক্তির উপায়

22:42 - July 19, 2017
সংবাদ: 2603461
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, দুনিয়ার অতিরিক্ত চাহিদা পরিত্যাগ কর, যেভাবে হারাম পরিত্যাগ করতে হবে ঠিক সেভাবে দুনিয়া প্রিতীও পরিত্যাগ করতে হবে। কুকর্ম পরিত্যাগ করবে এবং বেশী কররে তওবা করবে তাহলে দুনিয়ার কষ্টও কমে যাবে।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কুরআন হাদীস এবং ইমামদের বানীতে দুনিয়ার প্রতি লোভকে তিরস্কার করা হয়েছে। তাদের দৃষ্টিতে দুনিয়া হচ্ছে একটি পুল বা ব্রিজ স্বরূপ যার মাধ্যমে গন্তব্যে (আখিরাতে) পৌঁছাবে হবে। এটা চিরস্থায়ী ঠিকানা হয়।
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন:

رسولُ اللّهِ صلى الله عليه و آله : فِرُّوا مِن فُضولِ الدنيا كما تَفِرُّونَ مِن الحرامِ ، و هَوِّنوا على أنفسِكُم الدنيا كما تُهَوِّنُونَ الجيفةَ ، و تُوبُوا إلى اللّهِ مِن فُضولِ الدنيا و سيّئاتِ أعمالِكُم ، تَنجُوا مِن شِدَّةِ العذابِ.»

আল্লাহর কঠিন আজাব থেকে মুক্তি পেতে চাইলে দুনিয়ার প্রতি ভালবাসা পরিত্যাগ করতে হবে, গোনাহ পরিত্যাগ করতে হবে এবং বেশী করে তওবা করতে হবে।
captcha