আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, মানুষ মারা যাওয়ার পরও তার কিছু কাজ রয়েছে যার সওয়াব তার রুহের উপর বর্তাতেই থাকে। আর তাহ হচ্ছে: তার রেখে যাওয়া ইসলামী জ্ঞান যা মানুষের উপকারে আসে, তার নেক সন্তান, তার রেখে যাওয়া পবিত্র কুরআন শরীফ, ফলের গাছ এবং তার নির্মাণ করা মসজিদ যেখানে মানুষ নামাজ আদায় করে।
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সর্ব প্রথম যে আয়াত মহানবীর উপর অবতীর্ণ হয় তা হচ্ছে শিক্ষার উপর। আর মদিনায় আসার পর সর্ব প্রথম যে কাজটি মহানবী করেন তা হচ্ছে মসজিদ নির্মাণ করা।
আর এ কারণেই ইসলামধর্মে মসজিদ নির্মাণ এবং মসজিদের সংস্কার কারার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। আর তার সওয়াবও অনেক বেশী।
ইমাম বাকের(আ.) বলেছেন: যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তা যদি অতি ছোটও হয় তারপরও মহান আল্লাহ বেহেশতে তার জন্য বাড়ি নির্মাণ করবেন।
ইসলাম মুসলমানদেরকে ব্যাপকভাবে মসজিদ নির্মাণে উৎসাহিত করেছে, তার জন্য বিশেষ ছাওয়াব ঘোষণা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- যে আল্লার সন্তুষ্টির উদ্দেশে মসজিদ তৈরি করলো আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে মসজিদের মত একটি ঘর তৈরি করে দিবেন।
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন - তারাই তো আল্লাহর মসজিদ আবাদ করে, যারা ঈমান আনে, আল্লাহ ও আখেরাতে এবং সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকেও ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। (সূরা তাওবা-১৮)