মুসলমানদের প্রথম মসজিদ হচ্ছে বায়তুল্লাহ, দ্বিতীয় মসজিদুল আকসা, তৃতীয় মসজিদে কোবা আর চতুর্থ মসজিদ হচ্ছে মসজিদে নববী। বায়তুল্লাহ শরিফ প্রথম মসজিদ হলেও হজরত মুহাম্মদ (সা.)এর জীবনের প্রথম মসজিদ হচ্ছে কোবা।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মসজিদে নববীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিদ্যালয়, গবেষণাকেন্দ্র, চিকিৎসাকেন্দ্র ইত্যাদি। মদিনা রাষ্ট্রের সেক্রেটারিয়েট বা সচিবালয়ও ছিল এই মসজিদে নব্বীর প্রাঙ্গণ। হজরত মুহাম্মদ (সা.) বেঁচে থাকা অবধি তিনি নিজেই এই মসজিদে ইমামতি করতেন।
ইমাম মাহদীও(আ.) তার আবির্ভাবের পর মক্কা থেকে কুফায় এসে প্রথম যে কাজটি করবেন তা হচ্ছে মসজিদ নির্মাণ। ইমাম জাফল সাদিক(আ.) বলেছেন: ইমাম মাহদী(আ.) কুফা শহরের বাইরে একটি বিশাল বল মসজিদ নির্মাণ করবেন, যার ১০০০টি দরজা থাকেব।
মহানবীর যুগের ন্যায় ইমাম মাহদীর মসজিদ থেক্ তার সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন। তিনি এসে মসজিদকে তার সঠিক চেহারা ও সঠিক কাজে ফিরিয়ে আনবেন।
হাদিসে বলা হয়েছে ইমাম মাহদী কুফা শহরের বাইরে ظهرالکوفه মসজিদ নির্মঅণ করবেন। আর তা হল, পবিত্র নামাফ শহর। কেননা অপর একটি হাদিসে ইমাম বাকের(আ.) সরাসরি বলেছেন: যে ইমাম মাহদী(আ.) নাজাফ শহরে একটি বিশাল বড় মসজিদ নির্মাণ করবেন যার ১০০০টি দরজা থাকবে।