
বার্তা সংস্থা ইকনা: তাদের অনেকেই মনে করছেন যে, তাদের ধর্ম ব্যাখ্যা করার একাধিক সত্য উপায় রয়েছে এবং বর্তমানের ইস্যুগুলো মোকাবেলা করার জন্য ইসলামের ঐতিহ্যগত ধারণাকে নতুনকরে ব্যাখ্যা করা প্রয়োজন।
অমুসলিম আমেরিকানদের অনেকেই মনে করেন যে, যুক্তরাষ্ট্রের মুসলিমরা অনেক বেশি ধার্মিক। ২০১৭ সালের পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী, ৪৩ শতাংশ অর্থাৎ প্রতি ১০ জন মুসলিমের মধ্য ৪ জনই বলছে তারা সপ্তাহে অন্তত একবার হলেও মসজিদে যান। এদের মধ্য ১৮ শতাংশ জানিয়েছে তারা সপ্তাহে একাধিকবার মসজিদে গিয়ে থাকেন।
৩২ শতাংশ জানিয়েছে তারা একটি মাসে একবার বা দুবার অথবা এক বছরে কয়েক বার মসজিদে গিয়ে থাকেন। এই উপস্থিতির মাত্রা যুক্তরাষ্ট্রের খ্রিস্টানের সঙ্গে তুলনা করা যেতে পারে। খ্রিস্টানদের ৪৭ শতাংশ জানিয়েছে তারা সাপ্তাহিক ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন এবং এই সংখ্যা আমেরিকান ইহুদিদের চেয়ে ১৪ শতাংশ বেশি।
অধিকাংশই মুসলমানই জানিয়েছে যে, তারা দিনে তিন/চার ওয়াক্ত সালাত আদায় করেন। ৪২ শতাংশ বলছে যে, তারা প্রতিদিন পাঁচ ওয়াক্তই সালাত আদায় করেন। ১৭ শতাংশ দিনে অন্তত একবার হলেও নামাজ আদায় করেন।
দেশটির এক চতুর্থাংশ মুসলিম জানিয়েছে তারা খুব একটা নামাজ আদায় করেন না এবং মাত্র ১৫ শতাংশ জানায় তারা কখনো নামাজ পড়েন না।
এবং প্রায় দুই-তৃতীয়াংশ মার্কিন মুসলমান (৬৫ শতাংশ) বলছেন যে তাদের জীবনে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার খ্রিস্টানদের মতামত একই রকম (৬৮ শতাংশ) এবং ইহুদিদের মধ্য এই হার ৩১ শতাংশ।
অন্যদিকে, মুসলমানদের ২২ শতাংশ বলছেন যে তাদের জীবনে ধর্ম কিছুটা গুরুত্বপূর্ণ। যদিও খুব কম সংখ্যকই বলেছেন যে, ধর্ম তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বা মোটেই গুরুত্বপূর্ণ নয়।
একই সময়ে আমেরিকান মুসলমানরা খোলাখুলিভাবেই স্বীকার করেন যে ইসলামি শিক্ষার জন্য তাদের একাধিক ব্যাখ্যার বিষয় রয়েছে। তাদের মধ্য সংখ্যাগরিষ্ট ৬৪ শতাংশ বলছেন যে, তাদের বিশ্বাসের শিক্ষাগুলোর ব্যাখ্যা করার একাধিক সত্য পথ আছে। মাত্র অর্ধেক (৩১ শতাংশ) বলছে যে, ইসলামের ব্যাখ্যা করার একটি মাত্র সত্য পথ আছে।
মার্কিন খ্রিস্টানদের মধ্যে একই রকম ভারসাম্য রয়েছে। ৬০ শতাংশ বলছে যে, তাদের ধর্মের শিক্ষার ব্যাখ্যা করার একাধিক সত্য পথ আছে এবং ৩৪ বলছে, ধর্ম ব্যাখ্যার জন্য একটি মাত্র সত্য পথ আছে।
সূত্র: পিউ রিসার্চ সেন্টার/ আরটিএনএন