
বার্তা সংস্থা
ইকনা: উসমানী খেলাফত ৪০০ বছরের অধিকাল যাবৎ আরব ভূখ- এবং শাম (আল-কুদস, সিরিয়া, জর্ডান) সহ শাসন করেছে।
আল-কুদসে উসমানীয় ওয়াকফ সংরক্ষণের প্রতিষ্ঠান মিরাছুনা’ এর পরিচালক মুহাম্মাদ দামজারি বলেন, আল-কুদস উসমানীয় খেলাফতের একটি শহর। কেউ যখন শহরটি ঘুরবে অবশ্যই সে আজ অবধি উসমানীয়দের উপস্থিতি পাবে। তিনি বলেন, তুমি আল-কুদসের যেখানেই তাকাও সেখানেই উসমানীয় নিদর্শন পাবে। দেয়াল, রাস্তা, বাজার, দোকান, সবকিছুই যেন তাদের নিশানা। উসমানীয়রা সর্বাধিক গুরুত্ব দিয়ে শহরটির নিদর্শন স্থাপন করে গেছে।
ইস্তাম্বুলে অটোম্যান আর্কাইভের পরিচালক উন্দার বায়ের বলেন, ১৫১৬ সালের আগষ্টে মার্জ দাবিক যুদ্ধে সুলতান সালিম আওয়াল বিজয়ী হওয়ার পর আল-কুদস উসমানী স¤্রাজ্যের আওতাভুক্ত হয়। এরপর থেকেই ওসমানী নেতৃবিন্দ নগরান্নয়নসহ যাবতীয় অবকাঠামোর উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করেন।
তিনি আরো বলেন, এ অঞ্চলের ইতিহাস অধ্যায়ন করলে দেখা যায়, প্যালেস্টাইন এবং আল-কুদসের যাবতীয় বিনিয়োগ এবং সেবা উসমানী সম্রাজ্যেই হয়েছিল।
উসমানী সম্রাজ্যেই আল-কুদসকে শামের (বর্তমান সিরিয়া,জেরুজালেম জর্ডান) অর্ন্তভূক্ত করা হয়। তবে এর প্রশাসনিক দায়ভার কয়েকবার পরিবর্তন হয়। কখনও দামেস্ক কখনও বৈরুত শাষন করে। শেষ পর্যন্ত শহরটি আধ্যাতিক আল-কুদসে পরিণত হয়। এবং শহরটির নাম আল-কুদস আশ-শরীফ উপাধি দেওয়া। আজ পর্যন্ত এই উপাধিতেই চলে আসছে। পত্র-পত্রিকা বই-পুস্তক সবখানেই আল-কুদস আশ-শরীফ লেখা হয়। সূত্র ; আল-জাজিরা/ আমাদের সময়