বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের সামরিক বাহিনীর রোহিঙ্গা মুসলিম নিধন অপারেশন এখনও অব্যাহত রয়েছে। তাদের এধরণের পাশবিক হত্যাকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে সাড়া বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এই অপকর্মের নিন্দা জানাতে নিজেদেরকে বিরত রেখেছে।
আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নেভায়ার মিয়ানমারের চলমান সহিংসতার ব্যাপারে শুধুমাত্র "উদ্বেগ প্রকাশ" শব্দটি ব্যবহার করেছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রমাণ করেছে মিয়ানমারে মুসলিম বিরোধী চলমান সহিংসতার ব্যাপারে কোন সমালোচনা করতে ইচ্ছাকৃত ভাবে নিজেদেরকে বিরত রাখছে।
এই সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের "মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে আমেরিকান সরকার নিন্দা জানাবে নাকি তা থেকে বিরত থাকবে?" প্রশ্নে হিদার নেভায়ার বলেছে, এ ব্যাপারে আমার আলোচনা করবো। সংবাদে শুনেছি, নিরাপত্তা কর্মী ও বৌদ্ধরা রোহিঙ্গাদের ঘর-বাড়ীতে আগুন দিচ্ছে। পর্যবেক্ষণের পর আমরা এ ব্যাপারে আমাদের মতামত প্রকাশ করব।
এই মার্কিন কর্মকর্তা অপর এক প্রশ্ন "এটাকে কি গণহত্যা বলে অভিহিত করা যাবে?"-এর উত্তরে বলে, মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে এভাবে ব্যক্ত করতে পারবে না।