বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সূরা মায়েদার প্রথম আয়াতে বলা হয়েছে-
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ أُحِلَّتْ لَكُمْ بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنْتُمْ حُرُمٌ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ
হে বিশ্বাসিগণ! চুক্তিসমূহ রক্ষা কর; তোমাদের জন্য চতুষ্পদ গবাদি পশুসমূহ বৈধ করা হল সেগুলো ছাড়া যা (বিধান) তোমাদের পাঠ করে শোনানো হচ্ছে, তবে তোমরা ইহ্রাম অবস্থায় শিকার করাকে বৈধ জ্ঞান কর না; নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা বিধান দান করেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশ এ আয়াতের প্রথমেই দেয়া হয়েছে তা হলো, চুক্তি বা অঙ্গীকারগুলো মেনে চলা। এখানে অঙ্গীকার বা চুক্তি বলতে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বা সাংস্কৃতিক চুক্তিসহ সব ধরনের চুক্তি ও অঙ্গীকারকে বোঝানো হয়েছে, তা সেসব চুক্তি লিখিত বা মৌখিক কিংবা চুক্তির পক্ষগুলো দুর্বল বা শক্তিশালী অথবা শত্রু-মিত্র যাই হোক না কেন।
ইসলামের অন্যান্য সূত্রের বিধান অনুযায়ী মুশরিক ও পাপীদের সাথেও চুক্তি রক্ষা করা জরুরি যতক্ষণ না তারা নিজেরাই চুক্তি লঙ্ঘন করে।
একজন মুসলমানের উচিত যে কোনো পক্ষ, ব্যক্তি বা দলের সঙ্গে কৃত ওয়াদা বা চুক্তি রক্ষা করা। এ বিষয়টি আল্লাহর প্রতি মানুষের ঈমানের অন্যতম শর্ত।