IQNA

ট্রাম্পের সংলাপ প্রস্তাব নিছক ধোকাবাজি: ইরান

14:37 - August 07, 2018
সংবাদ: 2606397
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন তা এক ধরনের ধোকাবাজি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ ছাড়া কিছুই নয়।



বার্তা সংস্থা ইকনা: প্রেসিডেন্ট রুহানি সোমবার রাতে ইরানের জাতীয় টিভি চ্যানেলকে দেয়া সরাসরি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে বলেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে; কারণ, গোটা ইউরোপসহ বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে সরাসরি আমেরিকার মুখোমুখি অবস্থান নিয়েছে। বিষয়টি উপলব্ধি করে ট্রাম্প ইরানের প্রতি আলোচনার প্রস্তাব দিয়ে এদেশের জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করছেন।

কিন্তু ইরানের জনগণকে ধোঁকা দেয়া অতো সহজ নয় উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানি জাতি গত চার দশকে এই অভিজ্ঞতা অর্জন করেছে যে, তাদেরকে আঘাত করার প্রতিটি সুযোগ আমেরিকা ব্যবহার করে। আঘাত করার এ সুযোগ কাজে লাগানোর জন্য বন্ধুর বেশ ধারণ করতেও সিদ্ধহস্ত আমেরিকা।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যে আলোচনায় বসতে চায় তার জানা উচিত আলোচনার প্রথম শর্ত সততা। কিন্তু আমাদেরকে আলোচনার প্রস্তাব দিচ্ছেন এমন এক ব্যক্তি যিনি তার দেশের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে প্যারিস জলবায়ু চুক্তি ও ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন। তিনি যে আবার আলোচনায় বসে অর্জিত সমঝোতা থেকে বেরিয়ে যাবেন না তার কোনো গ্যারান্টি নেই। কাজেই এ ধরনের মানুষের সঙ্গে আলোচনায় বসতে পারে না তেহরান।

iqna

captcha