IQNA

একটি আন্তর্জাতিক সংস্থার গবেষণা;

লাখো রোহিঙ্গা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে

20:58 - May 05, 2019
সংবাদ: 2608481
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি এক গবেষণা দেখা যায় যে, দূষণের কারণে বাংলাদেশে অবস্থিত মিয়ানমারের এক লাখ রোহিঙ্গা শরণার্থীর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য নিয়ে International Centre for Climate Change and Development একটি গবেষণা করেছে। গবেষণায় দেয়া যায় যে, পরিবেশ দূষণের ফলে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীদের প্রাণহানির ঝুঁকি রয়েছে।

বনের আগুন এবং যানবাহনের দূষিত ধোঁয়ার ফলে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদের স্থান দূষিত হয়েছে। এছাড়াও বিশুদ্ধ পানির অভাব ও ড্রেনের ময়লা পানি না সরানোর জন্য শরণার্থী ক্যাম্পের অনেকেরই জ্বর, কলেরা ও জন্ডিস হচ্ছে।

ডেইলি স্টার পত্রিকার ঘোষণা অনুযায়ী, গবেষণায় দেখা গেছে যে, রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে চর্মরোগ, হার্ট এবং শ্বাসযন্ত্রের কষ্টসহ বিভিন্ন রোগ বৃদ্ধি পাচ্ছে।

গবেষণায় আরও দেখা গেছে যে, পরিক্ষাকৃত ৬২ শতাংশ পানি দূষিত। ৬০ শতাংশ উত্তরদাতারা চর্মরোগ, হার্ট এবং শ্বাসযন্ত্রের কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

২০১২ সালে মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সামরিক সহিংসতা শুরু হয়। এরপর থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী দেশসমূহে আশ্রয় নিয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঘোষণা অনুযায়ী, ২০১৭ সালে এই সহিংসতা তীব্র হাওয়ার ফলে মিয়ানমারের চরমপন্থি বৌদ্ধ এবং সামরিক বাহিনীর হাতে কমপক্ষে ২৪ হাজার রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। iqna

 

 

captcha