IQNA

তেহরানে জুমার নামাজ

২ বছরের প্রস্তুতির পর ইরানে সহিংসতা ছড়াতে মাঠে নেমেছিল শত্রুরা: খতিব

22:00 - November 29, 2019
সংবাদ: 2609726
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইরানে সম্প্রতি গোলযোগ ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা চালানো হয়েছে তার জন্য দুই বছর ধরে প্রস্তুতি নিয়েছিল বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি। তিনি আজ জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজকের খতিব আরও বলেন, ইরানে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্তকে শত্রুরা গোলযোগ সৃষ্টির অজুহাত হিসেবে ব্যবহার করেছে। বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি ইরান ও বিভিন্ন প্রতিরোধ সংগঠনের কাছে বারবার পরাজিত হওয়ার পর জনগণের প্রতিবাদের অধিকারকে অপব্যবহার করে দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে চেয়েছিল।

হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবারি আরো বলেন, সম্প্রতিক শান্তিপূর্ণ মিছিলের সময় দুর্বৃত্তরা সেখানে ঢুকে পড়ে এবং সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়, কিন্তু ইরানি জনগণ শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে। তারা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশের মাধ্যমে সহিংসতা ও গোলযোগ সৃষ্টির ষড়যন্ত্রের জবাব দিয়েছে।

তেহরানের জুমার নামাজের খতিব বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির সমালোচনা করে বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদের পতন দিনদিন স্পষ্টতর হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সাহসিকতা, দূরদর্শিতা, দৃঢ়তা ও মহানুভবতার কারণেরই শত্রুদের ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

গত ১৫ নভেম্বর ইরানে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে মিছিল করেন সাধারণ মানুষ। এ সময় বিদেশি মদদপুষ্ট দুর্বৃত্তরা সহিংসতা চালায়। তারা ব্যাংকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়।  iqna

 

captcha